Friday, August 9, 2013

এখনোঃ নির্মলেন্দু গুণ

আমাদের অসতর্ক একটি চুম্বন এখনো রাত্রির বুকে
ঝড় তোলে নগরীর নিস্তব্ধ শিরায়।
নির্মাতা গিয়েছে ফিরে, শুধু মৌন প্রতিমার মুখ
রাজপথে জেগে আছে তীব্র বেদনার।

আমাদের অসতর্ক আলিঙ্গনগুলো
নগরীর ম্লান মুখে উত্তেজনা রেখেছে জাগিয়ে।
ভালবাসা প'ড়ে আছে উপেক্ষিত রোয়ঁা ওঠা ইটে।

আমাদের অসতর্ক অভিমানগুলো তারা হয়ে ফুটে আছে
যেন ছড়ানো ছিটানো মুদ্রা, আকাশের গায়।
ফেরার সময় তুমি সঙ্গে ক'রে নিয়েছো আমায়।

Tuesday, August 6, 2013

যেদিনঃ WARFAZE

যেদিন খুশির কান্না ভেজাবে এই চিবুক
তোমায় নিমন্ত্রণ, আমার সাথে কাটিও কিছুক্ষণ।
যেদিন হাসির ছটায় ভরবে আমার বুক
বাঁধনহারা সুখ, বিলিয়ে দেবো ভরিয়ে তোমার মন।
বাঁধার অরণ্যে স্থবিরতায় কতকাল কেটে যায়
তবু যে স্বপ্নে ছবি আঁকা!
এখন মনে আমার অন্তত করুণ সুর
থেকো বহুদূর,
দুঃখের অশ্রু ঝরুক আমার একা,
এখন ঝড়ে কাঁপছে আমার ঘর
আপন কি পর-
হাসলে সকাল আবার হবে দেখা!

যেদিন স্রোতস্বিনীর অকাল স্বর্গবাস
আর বদ্বীপের উপবাস
লজ্জায় আমি রবো অন্তপুরে,
যেদিন বর্ষা ঘাটে বিলীন পঙ্কিলতার গ্লানি
যদিও মন অভিমানী
ভিজবো তোমার সাথে উদ্দীপনায় পুড়ে!
বাঁধার অরণ্যে স্থবিরতায় কতকাল কেটে যায়
তবু যে স্বপ্নে ছবি আঁকা!
এখন মনে আমার অন্তত করুণ সুর
থেকো বহুদূর,
দুঃখের অশ্রু ঝরুক আমার একা,
এখন ঝড়ে কাঁপছে আমার ঘর
আপন কি পর-
হাসলে সকাল আবার হবে দেখা!

যেদিন বিজয় গর্বে ভাসবে আমার দেশ
মাতাল পরিবেশ, প্রথম প্রহরে জানাবো সুপ্রভাত!
যেদিন বিজয়ের মিছিল ছুটবে ধেয়ে বেগে
থাকবো সবার আগে,
রাখবো আমি তোমার হাতে হাত!
বাঁধার অরণ্যে স্থবিরতায় কতকাল কেটে যায়
তবু যে স্বপ্নে ছবি আঁকা!
এখন মনে আমার অন্তত করুণ সুর
থেকো বহুদূর,
দুঃখের অশ্রু ঝরুক আমার একা,
এখন ঝড়ে কাঁপছে আমার ঘর
আপন কি পর-
হাসলে সকাল আবার হবে দেখা!

SONG: যেদিন
LYRICS:
ARTIST: WARFAZE
ALBUM: সত্য
DOWNLOAD

নিষিদ্ধ সম্পাদকীয়ঃ হেলাল হাফিজ

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

মিছিল এখন সব হাত
কন্ঠ
পা এক নয়।
সেখানে সংসারী থাকে, সংসার বিরাগী থাকে,
কেউ আসে রাজপথে সাজাতে সংসার
কেউ আসে জ্বালিয়ে বা জ্বালাতে সংসার।

শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে
অবশ্য আসতে হয় মাঝে মধ্যে
অস্তিত্বের প্রগাঢ় আহবানে,
কেউ আবার যুদ্ধবাজ হয়ে যায় মোহরের প্রিয় প্রলোভনে।

কোনো কোনো প্রেম আছে প্রেমিককে খুনী হতে হয়।
যদি কেউ ভালবেসে খুনী হতে চান
তাই হয়ে যান
উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায়।

এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।

ধূসর সময়ঃ ARTCELL

নোনা স্বপ্নে গড়া তোমার স্মৃতি
শত রঙে রাঙিয়ে মিথ্যে কোন স্পন্দন,
আলোর নিচে যে আঁধার খেলা করে
সে আঁধারে শরীর মেশালে,
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে!
জীবনের কাঁটাতারে তুমি অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল আকাশের শূন্যতায়!!

তবু আমি কি খুঁজি মানুষের বিষাদের চোখে?
কোথায় আলোর উৎসবে স্বপ্নের প্রতিবিম্ব ভাঙে?
একা একা আমি থাকি দাঁড়ায়ে
স্মৃতির ঝড়ো বাতাসে দুজনার শরীর মেশাই!
আজ আমি ধূসর কি রঙিন সময়ে
পথ হারাই তোমাতে!
জীবনের কাঁটাতারে তুমি অন্তমিলের অপূর্ণতায়
বেওয়ারিশ ঘুড়ি উড়ে যাও অনাবিল আকাশের শূন্যতায়!

SONG: ধূসর সময়
LYRICS:
ALBUM: অনিকেত প্রান্তর
ARTIST: ARTCELL
DOWNLOAD

কুড়ি বছর পরেঃ জীবনানন্দ দাশ

আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি!
আবার বছর কুড়ি পরে-
হয়তো ধানের ছড়ার পাশে
কার্তিকের মাসে-
তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে- তখন হলুদ নদী
নরম নরম হয় শর কাশ হোগলায়- মাঠের ভিতরে!
অথবা নাইকো ধান ক্ষেতে আর
হাঁসের নীড়ের থেকে খড়
পাখির নীড়ের থেকে খড়
ছড়াতেছে; মনিয়ার ঘরে রাত আর শিশিরের জল।
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি, বছরের পার,-
তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার!
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে একরাশ তারার পিছনে
সরু-সরু কালো-কালো ডালপালা মুখে নিয়ে তার,
শিরীষের অথবা জামের,
ঝাউয়ের- আমের;
কুড়ি বছর পরে তখন তোমারে নাই মনে!
জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার-
তখন আবার যদি দেখা হয় তোমার আমার!
তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে চাঁদ নামে-
বাবলার গলির অন্ধকারে
অশথের জানালার ফাঁকে
কোথায় লুকায় আপনাকে!
চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে!
সোনালি সোনালি চিল- শিশির শিকার করে নিয়ে গেছে তারে-
কুড়ি বছর পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে!